
২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিনকে (৩০ ডিসেম্বর) ‘ভোটাধিকার হরণের দিন’ আখ্যা দিয়ে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন ছাত্র, যুব, শ্র’মিক পরিষদ কালো পতাকা মিছিল ও বি’ক্ষো’ভ সমাবেশ করেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে মিছিলটি পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মগবাজার, হাতিরঝিল মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বর্তমান স’রকারকে ‘ভোটারবিহীন অ’বৈধ স’রকার’ হিসেবে আখ্যায়িত করেন। বক্তারা স’রকারকে পদত্যাগ করে দ্রু’ত সময়ের মধ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানান।
ভিপি নূর বলেন, পৃথিবীর ইতিহাসে র’ক্ত এবং ত্যাগ ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি, অধিকার আদায় হয়নি। তাই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ৫২, ৭১, ৯০ এর মতো আরেকবার আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে।
তিনি বলেন, ভারতের ম’দদে ১-১১ এ নীল নকশার মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বং’স করে একদলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছে। ২০১৪ সাল ও ১৮ সালের ৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটডাকাতির নির্বাচনের মাধ্যমে স’রকার অ’বৈধভাবে ক্ষ’মতায় আছে।




