
আল্লামা জুনায়েদ বাবুনগরীর ২২ আত্মীয়, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে ৩৬ জন এবং খেলাফত মজলিশ থেকে ২৪ জনকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তাই নতুন হেফাজতে ইসলামে যোগদান করার চিন্তাভাবনা করছেন ত্যাগী নেতাদের অনেকে।
জানা যায়, আল্লামা জুনায়েদ বাবুনগরী ও প্রয়াত মহাস’চিব আল্লামা নূর হোসেন কাসেমীর নেতৃত্বে হেফাজতে ইসলামের কমিটি গঠনের পর শুরু হয় আসল হেফাজতে ইসলাম গঠনের প্রক্রিয়া।
কওমিদের নতুন প্ল্যাটফরমের স’ঙ্গে যুক্ত নেতারা এরপর থেকে দেশের শীর্ষ আলেম’দের স’ঙ্গে যোগাযোগ শুরু করেন। অনেক নেতা তাদের স’ঙ্গে যুক্ত থাকার আশ্বাস দেন।
কেন্দ্রীয় কমিটিতে ৩১৩ জনের একটি তালিকাও তৈরি করা হয়েছে। এরমধ্যে সম্ভাব্য আমির হিসেবে রয়েছেন বর্তমান কমিটির উপদেষ্টা মুফতি ওয়াক্কাস, বেফাক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং মাওলানা আবদুল কুদ্দুস।
মহাস’চিব হিসেবে আলোচনায় রয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাস’চিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল হাসনাত আমিনী প্রমুখ। এ ছাড়া হেফাজতে ইসলামের বর্তমান কমিটির কয়েকজন নায়েবে আমির ও যুগ্ম-মহাস’চিব পদে আসীন হচ্ছেন আসল হেফাজতে ইসলামে।




