
হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহম’দ শফী অনুসারীরা নিয়ে আসছেন হেফাজতে ইসলামের আরেক সংস্করণ। তারা যার নাম দিয়েছেন ‘আসল হেফাজতে ইসলাম বাংলাদেশ’। ৩১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে স্থান দেওয়া হচ্ছে দেশের কয়েকজন শীর্ষ আলেম, পীর এবং মাশায়েখকে।
এমনকি আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বের বর্তমান কমিটি থেকেও কয়েকজন নেতা যোগদান করছেন আসল হেফাজতে ইসলামে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আসল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি।
আল্লামা আহম’দ শফী অনুসারী হিসেবে পরিচিত হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-সম্পাদক মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, হেফাজতে ইসলামের কমিটির একটি রূপরেখা তৈরি করা হয়েছে।
দেশের অনেক শীর্ষ আলেম, পীর, মাশায়েখ আসল হেফাজতের স’ঙ্গে থাকার পক্ষে মত দিয়েছেন। এমনকি বাবুনগরীর কমিটি থেকে অনেক নেতা আমাদের স’ঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তাদের স’ঙ্গে নিয়েই আসল হেফাজতে ইসলাম গঠন করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে হেফাজতে ইসলামের বর্তমান কমিটির এক প্রভাবশালী নেতা বলেন, হেফাজতে ইসলামের বর্তমান কমিটিতে আত্মীয়করণ এবং দলীয়করণের অভিযোগ শুরু থেকে। সবার কাছে গ্রহণযোগ্য নেতাদের অবমূ’ল্যায়ন করা হয়েছে।




