close
تعليم

‘বঙ্গবন্ধুর নাম, শেখ হাসিনার ছবি বেঁচে ইনজয় করবেন, তা হবে না’

‘বার একাডেমিতে পারভেজ ভাইয়ের মিটিংয়ের মধ্য দিয়ে ছাত্রলীগের রাজনীতিতে কাগজে কলমে ঢুকে ছিলাম। এই যে শুরু হলো, ভাবছিলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আর কেউ থাবা দিতে পারবে না- ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু এখন দেখি, সাপ-শকুনরা এখন আমার নেত্রীকে ছোবল দিতে চায়।’

আগামী ৯ জানুয়ারি ডাকা সমাবেশকে সফল করতে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে এক কর্মী সভায় এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সং’সদ সদস্য একেএম শামীম ওসমান। মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ১৮নম্বর ওর্য়াডের নেতাকর্মীদের নিয়ে নগরীর রাইফেল ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

শামীম ওসমান বলেন, এখন বাংলাদেশের রাজনীতিতে বিশাল সং’কট। কারো না কারো তো আওয়াজ তুলতে হবে। তাই আমিই তুলছি। দেখবেন, আমি নারায়ণগঞ্জ থেকে আওয়াজ তোলার পরে, সকলেই আওয়াজ তোলা শুরু করে দিবে। এখন বিদেশের মাটিতে বসে ‘আমাদের গর্ব, আমাদের অহংকার বাংলাদেশ সে’নাবা’হিনী’র বি’রুদ্ধে কথা বলছে প্রতিনিয়ত।

‘পু’লিশ বাহিনী’ নিয়ে কথা বলছে, ‘বিজিবি’র বি’রুদ্ধে কথা বলছে। অর্থাৎ, রাষ্ট্রের কাঠামো’টাকে আ’ঘাত করছে। এখন বাংলাদেশের রাজনীতির জন্য হাই টাইম। তাই আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আগামী তিন থেকে চার মাস আমরা সবাই এক মায়ের স’ন্তান হয়ে থাকবো।

সিটি মেয়র আইভীকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেছেন, ‘বঙ্গবন্ধুর নাম বেঁচে আর শেখ হাসিনার ছবি বেঁচে ক্ষ’মতা ইনজয় করবেন, নৌকা মার্কা নিয়ে নেতাগিরি করবেন, জনপ্রতিনিধি হবেন।

1 2الصفحة التالية

اترك تعليقاً

لن يتم نشر عنوان بريدك الإلكتروني. الحقول الإلزامية مشار إليها بـ *

مقالات ذات صلة

زر الذهاب إلى الأعلى