
আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার গুয়াহাটিতে জানান, রাজ্য মন্ত্রিসভায় এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ‘অরুন্ধতী’ প্রকল্প কার্যকর হবে।
তবে এই রুপি পেতে হলে বিয়ে অবশ্যই বৈধভাবে রেজিস্ট্রি হতে হবে। বিয়ের রেজিস্ট্রির সময়েই স’রকারের পক্ষ থেকে পাত্রীর হাতে নগদ ৩০ হাজার রুপি দেবে স’রকারি কর্তৃপক্ষ।
এই অর্থ পেতে আরেকটি শর্ত রয়েছে। বর ও কনেকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। তবে, আদিবাসী ও চা-বাগানে কর্মরত শ্র’মিক পরিবারের জন্য এই নিয়ম শিথিল করা হবে।




