
বিয়েতে পাত্রীর গহনা কিনতে ৩০ হাজার করে রুপি দেবে স’রকার। সম্প্রতি আসাম স’রকার এ ঘোষণা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
স’রকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বাল্যবিবাহের রাশ টানতে ‘অরুন্ধতী’ প্রকল্পে বছরে ৮০০ কোটি রুপি ব্যয় করবে রাজ্য। এই প্রকল্পের আওতায় কনের হাতের সোনা কিনতে ৩০ হাজার রুপি দেবে আসাম স’রকার।
শুধু বাল্যবিবাহ বন্ধ করা নয়, সেইস’ঙ্গে না’রীর ক্ষ’মতায়নও স’রকারের লক্ষ্য।




