
ক’রোনা ভাই’রাসের কারনে মসজিদে নামায আদায় স্হগিত করেছে স’রকার। এমতাবস্থায় অঘোষিত লকডাউে প্রায় বন্ধ দেশের সকল মসজিদ। দরজায় কড়া নাড়ছে পবিত্র রমযান মাস।
মু’সলমানদের ইবাদত-বন্দেগীর এই মাসটিও হয়ত ঘরে বসেই পার করতে হবে সবাইকে। তবুও আল্লাহর কাছে ক্রিকেটার রুবেলের প্রার্থনা যেন দয়া করে রমযানের আগেই খুলে দেওয়ার ব্যবস্হা করে দেন বিশ্বের সকল মসজিদ।
নিজের ভেরিফাই ফেইসবুক পেজে রুবেল আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে লিখেছেন,
“হে আল্লাহ আপনি পৃথিবীর সমস্ত মসজিদগুলোকে রমজানের আগে খুলে দিন। আমিন।”




