
সুজন জানান, ‘শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে শ্রীলঙ্কা বোর্ডের সাথে আমাদের কথা হচ্ছে। মূ’লত প্রস্তাবটা ওদের কাছেই এসেছে। যেহেতু প্রথম যখন আলোচনা হয়েছিল এরপর সিরিজটা হয়নি।’
অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু দুই বোর্ডের মতামতের বনিবনা না হওয়ায় শেষপর্যন্ত সিরিজ দেখেনি আলোর মখ।
শ্রীলঙ্কা সফর আগেরবার স্থগিত হওয়ায় একটু অসন্তোষও দেখা গিয়েছিল বাংলাদেশে। তবে লঙ্কানদের এবারের প্রস্তাব সাদরেই গ্রহণ করেছে বিসিবি।
প্রধান নির্বাহী জানান, ‘আমরাও টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ম্যাচ রয়েছে তা খেলতে রাজি হয়েছি। সাথে অন্য কোনো ফরম্যাট যুক্ত হলে, এফটিপিতে সেই সময় পাওয়া গেলে আমরা কাজে লাগাব।
এপ্রিলকে লক্ষ্য করেই পরিকল্পনা করা হচ্ছে। ঐ সময় আমাদের এবং শ্রীলঙ্কার ফাঁকা সূচি আছে।’




