ক’রোনার কারণে স্থগিত হওয়া শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ দ্বিতীয় দফা আলোচনার পরও দেখেনি আলোর মুখ।
বাংলাদেশ দল প্রস্তুতির ষোলকলা পূর্ণ করেও লঙ্কান বোর্ডের কড়াকড়ির কারণে যেতে পারেনি সফরে। তবে আগামী এপ্রিলে আবারো বাংলাদেশকে সফরের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের ক্ষেত্রে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বা’ধ্যতামূ’লক করেছিল শ্রীলঙ্কা, ছিল না অনুশীলনের পর্যা’প্ত সুযোগ-সুবিধা। কিন্তু সেই লঙ্কাতেই ইংল্যান্ড যাবে আগামী মাসে,
যেখানে মাত্র ৩ দিনের কোয়ারেন্টিন শেষেই ইংলিশরা নেমে পড়বে অনুশীলনে। ক’রোনা বাস্তবতা মেনে নমনীয় হওয়া লঙ্কান বোর্ড এবার আবারো আতিথেয়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন,
শ্রীলঙ্কার তরফ থেকেই বাংলাদেশকে সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত যে তিনটি টেস্ট খেলার কথা দুই দলের, তা মাঠে গড়াতে পারে এপ্রিলে।