
চলতি সিরিজের দুই ম্যাচে এখনও পর্যন্ত তিন ইনিংসে পুরোটা ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু কোনো সেঞ্চু’রির দেখা পায়নি তারা। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে এসে করতে পেরেছে দলীয় ২০০ রান।
আগের দুই ইনিংসে তাদের সংগ্রহ ছিল যথাক্রমে ১৯১ ও ১৯৫ রান। মেলবোর্ন টেস্টের দুই ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি অসি ব্যাটসম্যানরা।
তৃতীয় ম্যাচের আগে ব্যাটিংয়ের এ দিকটি নিয়ে কাজ করার কথা বলেছেন অধিনায়ক পেইন।
তার ভাষ্য, ‘ভারত আমাদের চা’পে রেখেছে, এটার কৃতিত্ব অবশ্যই তাদের। আমাদের ব্যাটিংয়ে বেশ কিছু জায়গা রয়েছে উন্নতির, এগুলো শিগগিরই ঠিক করতে হবে।’
তবে অভিষিক্ত ক্যামেরন গ্রিনের ব্যাটিংয়ে সন্তোষ প্রকাশ করেছেন পেইন। চা’পের মুখে দ্বিতীয় ইনিংসে ৪৫ রান করেছেন গ্রিন।
তার ব্যাটিং সম্প’র্কে পেইনের মূ’ল্যায়ন, ‘আমরা গ্রিনের টেম্পারমেন্ট দেখতে পেয়েছি। সে যত ম্যাচ খেলবে, আরও বেশি ভালো করবে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক।’




