
অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখে মেলবোর্ন টেস্টে ৮ উইকে’টের সহজ জয় পেয়েছে ভারত।
অ্যাডিলেইড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে বিব্রতকর রেকর্ড গড়ার পর তারা ম্যাচ’টি হেরেছিল ৮ উইকে’টের ব্যবধানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টটি জিতল একই ব্যবধানে। তাও কি না মাত্র সাড়ে তিনদিনের মধ্যেই।
যার ফলে চার ম্যাচ সিরিজে এখন নেমে এসেছে ১-১ সমতা। শেষ দুই ম্যাচের ফলাফলের ও’পর নির্ভর করছে বোর্ডার-গাভাস্কার ট্রফির ভাগ্য। মেলবোর্নে হারের পর পূর্ণ কৃতিত্ব ভারতকেই দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন।
যদিও একের পর এক ক্যাচ ছেড়ে ও দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলার দায় অনেকটাই বর্তাবে অসি খেলোয়াড়দের ও’পর।
ম্যাচ শেষে পেইন বলেছেন, ‘অনেক হতাশ। আমরা খুবই নিম্নমানের ক্রিকেট খেলেছি, অনেক ভু’ল করেছি। ম্যাচের বেশিরভাগ সময়ই আমরা পিছিয়ে ছিলাম। তবে কৃতিত্ব অবশ্যই ভারতের।
তারা আমাদের ভু’ল করতে বা’ধ্য করেছে; ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই। আর যখন এমন ভালো দলের বিপক্ষে আপনি ভু’ল করেন, তখন এর মাশুলও দিতে হয়।’