টাকার লোভে কারণে বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ১২ ক্রিকেটার

ক’রোনাভা’ইরাসে এর কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অনেক গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,

কোভিড-১৯ এর কারণে ব্যক্তিগত ভ’য় থেকেই নিজেদের নাম প্রত্যাহার করার সি’দ্ধান্ত নিয়েছেন নিয়মিত দলের ১২ জন ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের এ ব্যপারে স্বাধীনতা দিয়েছিল। সফরে যাওয়া না যাওয়ার বি’ষয়ে সি’দ্ধান্ত নেয়ার ব্যপারে। ক’রোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের যে সব খেলোয়াড় বাংলাদেশে আসতে রাজি নন।

তারা হচ্ছেন – জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, সামা’রাহ ব্রুকস, রস্টোন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, সাই হোপ, শিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান। ফ্যাবিয়েন অ্যালেন এবং শেন ডরউইচ- ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।

যদিও নিয়মিত একাদশের বেশির ভাগ ক্রিকেটাররা বাংলাদেশে না আসার বি’ষয়টি স্বাভাবিকভাবেই দেখছে উইন্ডিজ বোর্ড। তবে সমালোচকরা মনে করছে, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের টাকার লোভই আ’টকে রেখেছে ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারদের।

এ কারণেই বাংলাদেশ সফরকে এড়িয়েছে তারা। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে আসলো আর কে আসলো না এনিয়ে ভাবছে না।

নির্ধারিত সময়ের মধ্যেই সিরিজ আয়োজন করবে বিসিবি। সেজন্য শিগগিরই আন্তঃম’ন্ত্রণালয় বৈঠকে সার্বিক ব্যবস্থাপনার সি’দ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন আহমেদ সুজন।

اترك تعليقاً

لن يتم نشر عنوان بريدك الإلكتروني. الحقول الإلزامية مشار إليها بـ *