
আগামী বিশ্বকাপ কে সামনে রেখে এখনই দল প্রস্তুত করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিকল্পনাতে মাশরাফির না থাকলেও কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব আল হাসান।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘এখন পর্যন্ত মাশরাফীকে নিয়ে পরিকল্পনা নেই বোর্ডের। তার জাজমেন্ট আসলে তার কাছে। সে দেশের অন্যতম সেরা একজন ক্রিকেটার। তবে সাকিব আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরছে।’
উইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহেই কন্ডিশনিং ক্যাম্প শুরুর পরিকল্পনা বোর্ডের। দল ঘোষণা হবে দুই ধাপে। প্রাথমিক স্কোয়াডের পর ১৪ ও ১৬ই জানুয়ারি দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে ঘোষণা হবে চূড়ান্ত দল।




