দেখু’ন কেন আকরাম খানের কোনো পরিকল্পনাতেই নেই মাশরাফি বিন মুর্তজা

ক্যারিয়ার শেষ সময় পার করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।‌ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অধিনায়কের দায়িত্ব ছাড়েন মাশরাফি বিন মুর্তজা। এরপরেই নানা আলোচনা শুরু হয় মাশরাফি বিন মুর্তজার অবসর নিয়ে।

অনেকেই ধরে নিয়েছিলেন এ বছরের শেষের দিকে অবসর নেবেন তিনি। কিন্তু ক’রোনাভা’ইরাসে এর কারণে খেলা বন্ধ থাকায় সেটি সম্ভব হয়নি। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সিরিজে মাশরাফি বিন মুর্তজাকে দেখা গেলেও হয়তো পরবর্তীতে আর নাও দেখা যেতে পারে মাশরাফিকে। আগামী বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন মাশরাফি এটা এক প্রকার নিশ্চিত। সেই সাথে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নেই বিসিবির কোন পরিকল্পনাতেও।

اترك تعليقاً

لن يتم نشر عنوان بريدك الإلكتروني. الحقول الإلزامية مشار إليها بـ *