
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের দু’র্নীতির মা’মলায় সাজা ভোগ করছিলেন। শা’রীরিক নানা সমস্যা নিয়ে তিনি প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। বিদায় বছরের ১৮ এপ্রিল খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে বলে স’রকারের তরফ থেকে ঘোষণা দেয়া হয়। তার পরদিনই ১৯ এপ্রিল বিকাল সোয়া ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পান খালেদা জিয়া।
নানা দুঃসংবাদের ভিড়ে বিদায়ী ২০২০ সালে দেশের মানুষের জন্য অন্যরকম একটি সুসংবাদ পেয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর। ৪১তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ববাসীকে দেখিয়েছে- এ জাতি চাইলেই পারে কারও সাহায্য না নিয়ে নিজেদের অর্থায়নে নিজেদের স্বপ্নকে পূরণ করতে।
২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়ে রায় প্রদান করেন হাইকোর্ট। সারা দেশে ধর্ষণের ঘ’টনা বেড়ে যাওয়ায় ১৩ অক্টোবর ধর্ষণের সর্বোচ্চ শা’স্তি মৃ’ত্যুদ’ণ্ড করে না’রী ও শি’শু নি’র্যাতন দ’মন (সংশোধ’ন) অধ্যাদেশ জারি করা হয়।
বছরটিতে আন্তর্জাতিক রাজনীতির আলোচনার বি’ষয় ছিল মা’র্কিন নির্বাচন। দেশটির ৪৬তম প্রে’সিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৩ নভেম্বর। এতে প্রতিদ্ব’ন্দ্বিতা করেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রা’ম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নানা নাটকীয়তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। যদিও রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রা’ম্প ভোট জালিয়াতি এবং ব্যালট চু’রির অভিযোগ এনে দাবি করেন- তিনিই জয়ী হয়েছেন। এ নির্বাচনের মধ্যদিয়ে আমেরিকার ইতিহাসে প্রথম একজন না’রী ভাইস প্রে’সিডেন্ট নির্বাচিত হন। তার নাম কমলা হ্যারিস।
বিদায়ী বছরের ৪ আগস্ট বিকালে লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরের কাছে একটি রাসায়নিক পদার্থের গুদামে ভ’য়াবহ বি’স্ফোরণ হয়। এতে ২শ’র বেশি মানুষ নি’হত হন। আ’হত হন ৬ হাজারেরও বেশি লোক। ঘ’টনার পর ব্যাপক বি’ক্ষো’ভের মুখে পড়ে দেশটির হিজবুল্লাহ সমর্থিত স’রকার।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পু’লিশ হেফাজতে ৪৬ বছর ব’য়সী কৃষ্ণাঙ্গ যুবক ফ্লয়েড হ’ত্যাকাণ্ডের জেরে দেশটিতে ব্যাপক বি’ক্ষো’ভ হয়। বি’ক্ষো’ভের ঢেউ লাগে গোটা বিশ্বে। প্রায় ৮ মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ও’পর হাঁটু চে’পে ধরে রাখে শ্বেতাঙ্গ পু’লিশ কর্মকর্তা। এতে জর্জ ফ্লয়েড মা’রা যান। ওই সময় তিনটি শব্দ উচ্চারণ করেন ফ্লয়েড। ওই শব্দ তিনটি বিশ্বজোড়া এক আন্দোলনের মূ’লমন্ত্র হয়ে দাঁড়ায়। শব্দ তিনটি হল- ‘আই কান্ট ব্রিদ’ অর্থাৎ ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’।
ক’রোনা ম’হামা’রীতে পুরো বিশ্ব যখন বি’পর্যস্ত ঠিক তখন আশার আলো হিসেবে ৯ নভেম্বর আমেরিকান কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োএনটেক যৌথভাবে টিকা উদ্ভাবনের কথা জানায়। এ খবরে বিশ্বে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
২০২১ সালে পৃথিবী কেমন হবে তা এখনও সবার অজানা। তবে ২০২০-এর আলোকে সবার চোখ থাকবে ক’রোনাভা’ইরাসেের টিকার দিকে। এ টিকাকে ঘিরে বিশ্বে নানা প্রান্তে কি মেরুকরণ হয় তাতেও চোখ থাকবে বিশ্বের মানুষের। যত বা’ধাই আসুক তা অতিক্রম করে ২০২১ সালে পৃথিবীর মানুষ এগিয়ে যাবে। পৃথিবী হবে আরও সুন্দর ও শান্তিময়।




