close
تعليم

এবার সম্ভবত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না: স্ব’রা’ষ্ট্রমন্ত্রী

ওদিকে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের এক জিম্মাদার জানিয়েছেন, মাদরাসা উলূমি দ্বীনিয়া মালওয়ালী কাকরাইল মসজিদের আহলে শুরার পরামর্শ সভায় বিশ্ব ইজতেমার তারিখ ও কার্যক্রম নির্ধারণ হয়ে থাকে। গতবছর বিশ্ব ইজতেমা মাঠে একটি তারিখ ঘোষণাও করেছিলো।

তবে বর্তমান বৈশ্বিক ক’রোনার দরুণ আহলে শুরা এখনো বিশ্ব ইজতেমার তারিখ ও কার্যক্রমের তারিখ নির্ধারণ করেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে কাকরাইলের আহলে শুরার পরামর্শ সভায় বিশ্ব ইজতেমার পরবর্তী তারিখ ও কার্যক্রম ঘোষণা করা হবে। জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা হবার সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বিশ্ব ইজতেমার পরে কাকরাইল মসজিদের আহলে শুরার বৈঠকে ২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ প্রথম পর্বের তারিখ ৮,৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

الصفحة السابقة 1 2

اترك تعليقاً

لن يتم نشر عنوان بريدك الإلكتروني. الحقول الإلزامية مشار إليها بـ *

مقالات ذات صلة

زر الذهاب إلى الأعلى