
এখন প্রশ্ন উঠেছে তাহলে নতুন বছরেও নিয়ম মানার থেকে নিয়ম ভাঙাতেই কি বেশি আ’গ্রহী হবেন নুসরাত? বরাবরের মতো? এই নায়িকা কোনোদিন কোনো কিছুতেই বাঁ’ধাধরা নিয়ম মেনে চলেননি।
নিজের ধর্মে সম্পূর্ণ আস্থা রেখেই আজীবন সম্মান জানিয়ে এসেছেন সব ধর্মের মানুষদের। জীবনস’ঙ্গী বেছেছেন হিন্দু ধর্মাবলম্বী নিখিল জৈনকে। আবার বিয়ের পরেই নিজের সমাজের নিয়ম ভে’ঙে হিন্দু রমণীর মতোই চূড়া, সিঁদুর, মঙ্গলসূত্রে সেজেছেন।




