
এদিকে আসামের শিক্ষা মন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মা জানিয়েছেন যে, বেস’রকারি মাদরাসাগুলোকে তদারকি করার জন্য শিগগিরই আরেকটি বিল উত্থাপন করা হবে রাজটির বিধানসভায়।
এর আগে স’রকারি সব মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার সি’দ্ধান্ত নিয়েছিল আসামের রাজ্য বিজেপি স’রকার।তবে বুধবারের বিলটির মধ্যে সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার বি’ষয়টি উল্লেখ করা হয়নি।




