close
تعليم

পরিস্থিতি ভালো হলে জানুয়ারিতে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ক’রোনায় অর্থনৈতিক চা’প থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ চলমান রেখেছে স’রকার।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা আরও আধুনিক করতে চায় স’রকার। স’রকার আইসিটি শিক্ষা ও সর্বোপরি শিক্ষারও মান বাড়াতে চায় বলেও জানান শেখ হাসিনা।

তিনি বাবা-মায়ের উদ্দেশ্য করে বলেন, আপনারা ছেলেমে’য়েদের সময় দেবেন। তারা যেন খেলাধুলা করতে পারের সেই ব্যবস্থা করবেন। তাদের শা’রীরিক ও মা’নসিক স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন।

তিনি সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান। তবে শুধু ঘরে বসে না থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে খোলা ও আলো-বাতাসপূর্ণ জায়গায় বের হওয়ার পরামর্শ দেন।

الصفحة السابقة 1 2

اترك تعليقاً

لن يتم نشر عنوان بريدك الإلكتروني. الحقول الإلزامية مشار إليها بـ *

مقالات ذات صلة

زر الذهاب إلى الأعلى